৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘জুলাই বিপ্লবে চট্টগ্রামের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেবে চসিক’

চসিক এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে - ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে চট্টগ্রাম মহানগরের প্রতিটি শহীদ পরিবারকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে একটি পার্ক করার ঘোষণা আমি ইতোমধ্যেই দিয়েছি।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরি মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এই চট্টগ্রাম শহর শুধু আমার একার নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পরিছন্ন একটি গ্রীন, ক্লিন ও হেলদি সিটি চট্টগ্রামবাসীকে উপহার দিতে চাই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন। তবে এখানে তাদের দোসররা রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শ্রমিকদের দাবির কথা উল্লেখ করে চসিক মেয়র বলেন, ‘দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকরা মারা গেলে যে জায়গায় নির্মাণ শ্রমিকরা কাজ করছে, তাদের পারিবারিক সহযোগিতার জন্য আমরা সহায়ক হিসেবে কাজ করব। মালিক পক্ষের কাছ থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যবস্থা নেবে সিটি করপোরেশন। একজন শ্রমিকও যেন কোনো ধরনের নির্যাতন, হয়রানি এবং জুলুমের শিকার না হয় এ দায়িত্ব আমাদের।’

চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাাদক হাজী আবু ফয়েজ, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরী, দিদারুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা মো: হাসান, মো: দিদার, শহীদ উল্লাহ, আনোয়ার হোসেন, মো: জুয়েল, মো: জহির, খলিল খান, মো: জাকের, বেলাল হোসেন, দেলোয়ার হোসেন, বেলাল মেম্বার, মো: জাফর, মো: আলমগীর, মো: ইমরান, মো: মাসুদ প্রমুখ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নোটিশ পৌঁছানোর আগেই ইজারা সম্পন্ন, ঠিকাদারদের ক্ষোভ কুশিয়ারা নদীর বালু উত্তোলনের ফলে রাস্তায় ভাঙন রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীর নয় : জাতীয় নাগরিক কমিটি ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার র‌্যালি ও আলোচনা সভা শায়েস্তাগঞ্জ ও গৌরনদীর ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই গণহত্যায় জড়িত শেখ পরিবারের কাউকেই গ্রেফতার করা হয়নি স্বামীর পর শ্বশুরবাড়ির ঠাঁইটুকুও হারালেন শহীদ জোবায়েরের স্ত্রী খুবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু সমাবর্তন ছাড়াই মূল সনদপত্র পাবেন বাকৃবি শিক্ষার্থীরা জুড়ীর কন্টিনালা নদীতে পলো উৎসব জামালপুরে বেসরকারি হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

সকল