শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ নভেম্বর ২০২৪, ১৭:১৩
ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর দায় হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন হাসপাতালের পরিচালক প্রফেসর ব্রিগ্রেডিয়ার জেনাবেল (অবসরপ্রাপ্ত) ইফফাত আরা।
তিনি বলেন, অভিজিতের মৃত্যুর দিন রাতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনায় বিষয়টি ৯০ ভাগ সমাধান হওয়ার পরও পরিবার ও শিক্ষার্থীরা অন্যদের তা না জানানোয় এমন ঘটনা ঘটেছে।
হাসপাতালের পরিচালক বলেন, কোনো মহল হাসপাতালের ওপর মিথ্যা দায়ভার চাপানোর চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ ভিত্তিহীন। রোগীর মৃত্যু হলেই ভুল চিকিৎসা, দায়িত্বে অবহেলা বলে চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের লাঞ্ছিত করা যেন নিয়মে পরিণত হয়েছে।
ইফফাত আরা বলেন, হাসপাতালের রোগীর চিকিৎসা সেবার পরিবেশ নষ্ট করা, হাসপাতালের সকলস্তরের চিকিৎসক নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনের ব্যাপক ভাঙচুর করে ক্ষতি করা, অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে অভিজিতের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও ডাক্তারের অব্যাহতির বিষয়ে প্রশ্নের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করি। সেখানে ডা. মোল্লা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখার জন্য বলা হয়। তাদের বলা হয়, দেশের যেকোনো জায়গায় একজন রেজিস্টার্ড ডেঙ্গু বিশেষজ্ঞ রাখার জন্য। তারা দুই দিন পার হলেও তাদের প্রতিনিধি দেয়ার বিষয়ে কিছু জানায়নি। আমরা সুষ্ঠু তদন্তের স্বার্থে কর্তব্যরত ডাক্তার শেফাকে কর্ম থেকে বিরত থাকতে বলেছি।