৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০২৪, ১৪:২৬
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান চার দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন।
সফরসূচি অনুযায়ী, আসার পরপরই তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কক্সবাজারের পথে রওনা হন।
রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটার তদন্ত করছে আইসিসি।
সেই তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি। কক্সবাজারে অবস্থানকালে তিনি নানা পক্ষের সাথে কথা বলবেন।
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ সফরে থাকবেন বলে জানা গেছে। কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার তিনি ঢাকায় ফিরবেন।
ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক এই আদালত একটি সমঝোতা সই করেছে। তবে মিয়ানমার রোম সনদে সই করেনি।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা