১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাশের দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী - ছবি - ইন্টারনেট

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে। আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নেই।

তিনি বলেন, ‘তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা (সাংবাদিক)।’

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।’

তিনি বলেন, ‘যারা জয়েন করেনি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ দিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।’

ভুল হলে ধরে দেয়ার আহ্বান জানিয়ে মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যে ভুল হয় না, তা না। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আপনি বলে দিন যে স্যার আপনি এই এই জিনিসটা খারাপ করছেন, আপনি পয়সা মারছেন।’

সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই জাহাজটা মিডল ইস্ট থেকে এসেছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু- এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।’


আরো সংবাদ



premium cement
গাজীপুরে থামছেই না শ্রমিক অসন্তোষ : আবারো ৫ কারখানায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী ও ৪ এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে মামলা বিইউপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অকৃষি লিজকৃত ভূমির নামজারি ও খাজনা নেয়ার দাবি খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চাদা কালেক্টর গ্রেফতার বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আরো ৩ এসআই বরখাস্ত আমাকে দেশনায়ক-রাষ্ট্রনায়ক বলবেন না : তারেক রহমান সিলেটে ঝটিকা মিছিল : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতা আটক বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকার পণ্য আটক উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন খলিলুর রহমান

সকল