রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২৪, ২০:৪২
রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান।
সোমবার (১৮ নভেম্বর) নবাব সলিমুল্লাহ একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশ ও ব্রুনাই দারুস সালামের জনগণের মধ্যে সম্পর্কোন্নয়ন’ শীর্ষক একটি সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘১৯৮৪ সালে স্বাধীনতাপ্রাপ্তির পর থেকে ব্রুনাই দারুস সালাম মুসলিম বিশ্বের উন্নতি ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে আসছে। কাশ্মীর, ফিলিস্তিন ও রোহিঙ্গা সঙ্কট হচ্ছে মুসলিম বিশ্বের জ্বলন্ত ইস্যু। আর এ সকল সঙ্কট সমাধানেও তার দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের সাথে সহযোগিতা করতে তার দেশ সর্বাত্মকভাবে প্রস্তুত। বাংলাদেশ ও ব্রুনাই দারুস সালামের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ, ব্রুনাইয়ে আরো বেশি করে বাংলাদেশী শ্রমিক নিয়োগ ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতেও তার দেশ উন্মুখ হয়ে আছে। দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন তিনি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘একটি খনিজ সমৃদ্ধ মুসলিম দেশ হিসেবে ব্রুনাইয়ের কাছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটু বেশিই রয়েছে। নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, পর্যটন ও শিল্পক্ষেত্রসহ সকল সেক্টরেই বাংলাদেশ ও ব্রুনাইয়ের সরকারের পাশাপাশি জনগনের সাথে জনগণের সহযোগিতা বৃদ্ধি হওয়া অত্যাবশ্যক।’
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পরে এ দেশ ব্রুনাইয়ের বিনিয়োগকারীদের জন্য আদর্শস্থল হতে পারে। বাংলাদেশের মুসলিমরা ব্রুনাইয়ের মুসলিম ভাইদের বিনিয়োগ পাওয়ার একটু বেশিই হক্বদার বটে। স্বৈরাচারী হাসিনার আমলে এদেশটি ছিল লুটপাটের স্বর্গরাজ্য। আজকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও প্যান-ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মোস্তফা জামাল ভূঁইয়া বলেন, ‘ব্রুনাইয়ে যেভাবে শান্তিপূর্ণভাবে ইসলামী শরীয়া আইন বাস্তবায়ন করা হয়েছে। তা আমাদের জন্য রোলমডেল হতে পারে।’ এছাড়া তিনি বাংলাদেশ, ব্রুনাই, মালদ্বীপ ও ইন্দোনেশিয়াকে নিয়ে একটি প্যান-ইসলামিক অ্যালায়েন্স গঠনের প্রস্তাব ও রূপরেখা তুলে ধরেন।
সেমিনারে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন নবাব সলিমুল্লাহর চতুর্থ বংশধর ব্যারিস্টার ড. খাজা ইকবাল আহসানুল্লাহ, নবাব পরিবারের সদস্য এমরান হাসান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান ড. আজহারুল ইসলাম হাবিব, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ফরিদ উদ্দিন, বাংলাদেশ ল’ ফাউন্ডেশনের মহাসচিব ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শরীফ এম মিজান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগের সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, বিহারি কমিউনিটির নেতা আফজাল ওয়ার্সীসহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা