২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

হারলেও বিপুল অর্থ পেলেন টাইসন

হারলেও বিপুল অর্থ পেলেন টাইসন - ছবি : সংগৃহীত

৭২ হাজার ৩০০ দর্শক স্টেডিয়ামে বসে দেখেছেন মাইক টাইসন ও জেক পলের খেলা। ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখেছেন প্রায় ৩০ কোটি দর্শক। খেলার অনেক আগে থেকে বেড়েছিল ম্যাচের উত্তাপ। রিংয়ে নেমে কয়েক শ' কোটি টাকা রোজগার করেছেন দুই বক্সার। তবে টাইসন যত টাকা পেয়েছেন তার দ্বিগুণ টাকা পেয়েছেন পল।

জানা গেছে, এই ম্যাচের জন্য ২০০ মিলিয়ন ডলার পেয়েছেন টাইসন। পল পেয়েছেন তার প্রায় দ্বিগুণ অর্থ। তবে দর্শকেরা যে ম্যাচের আশা করেছিলেন তা দেখা যায়নি। প্রথম রাউন্ডের পরেই ক্লান্ত হয়ে পড়েন টাইসন। ফলে সুবিধা হয় পলের।

শনিবার পুরো আট রাউন্ড খেলা হয়। দুই প্রতিদ্বন্দ্বীর কেউ কাউকে নক আউট করতে পারেননি। শেষ পর্যন্ত পয়েন্টের বিচারে জেতেন পল। এই ম্যাচের পর বিশ্রামে যেতে হবে টাইসন ও পলকে। সাধারণত একটি ম্যাচের পর অন্তত সাত থেকে ১০ দিন বিশ্রাম দেয়া হয় বক্সারদের। টাইসন বনাম পল ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল ‘টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন’-এর। তারা জানিয়েছে, প্রতিটি রাউন্ডের জন্য দুই বক্সারকে তিন দিন করে বিশ্রাম নিতে হবে। আট রাউন্ড খেলা হওয়ায় মোট ২৪ দিন বিশ্রাম নিতে হবে টাইসন ও পলকে। এই সময়ের মধ্যে আর খেলতে পারবেন না তারা।

১৯ বছর পর বক্সিং রিংয়ে নেমেছিলেন টাইসন। ৫৮ বছর বয়সে তিনি লড়লেন ২৭ বছরের পলের বিরুদ্ধে। বয়স স্বাভাবিকভাবেই থাবা বসিয়েছে টাইসনের খেলায়। কিন্তু মনের জোর একটুও কমেনি। শনিবার পলের বিরুদ্ধে হেরে গেলেও আবার লড়তে চান টাইসন। ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটাই শেষ লড়াই কি না। উত্তরে টাইসন বলেন, 'আমি জানি না। আগামী দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে। আমার মনে হয় না এটাই শেষ। আমি এর পর লোগানের বিরুদ্ধে লড়তে পারি।' লোগান হচ্ছেন পলের ভাই। তিনিও বক্সার। ২৯ বছর বয়স তার।


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল