১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসলামী বই কিনে উমরাহ করার সুযোগ পেলেন মাদরাসাশিক্ষার্থী নওয়াজ শরীফ

নওয়াজ শরীফ - ফাইল ছবি

মাত্র পাঁচটি ইসলামী বই কিনে বিনা পয়সায় উমরাহ করার সুযোগ পাচ্ছেন রাজধানীর জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী নওয়াজ শরীফ। (২২)
রোববার (১০ নভেম্বর) রাতে নওয়াজ শরীফ এবং পুরস্কারদাতা বইবিক্রেতা প্রতিষ্ঠান ওয়েলরিচ বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

জানা যায়, ওয়েলরিচ নামক একটি অনলাইন বইবিক্রেতা প্রতিষ্ঠান থেকে আর রাহিকুল মাখতুম, আল আযকার, ইনজয় ইয়োর লাইফ, হতাশ হবেন না এবং তাসাউফ ও আত্মশুদ্ধি নামক পাঁচ বইয়ের একটি প্যাকেজ কিনে নওয়াজ শরীফ বিনা পয়সায় উমরাহ পালনের এই সুযোগ পাচ্ছেন।

বাগেরহাট জেলার মোড়লগঞ্জের বারোইখালী গ্রামের আলমগীর হাওলাদারের সন্তান নওয়াজ শরীফ। নিতান্ত গরিব পরিবারের সন্তান তিনি। বাবা পেশায় একটি মাদরাসায় রান্নার কাজ করেন। আল্লাহর ঘর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের আজন্ম স্বপ্ন ছিল নওয়াজের। ওয়েলরিচের পূর্বঘোষিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে উমরাহ পালনের সুযোগ পাওয়ায় তিনি দারুণ পুলকিত।

নওয়াজ শরীফ নয়া দিগন্তকে জানান, ওয়েলরিচে যখন বই কিনে উমরাহ পালনের সুযোগসহ বিভিন্ন পুরস্কার জেতার ঘোষণা দেখলাম, তখন প্রতিষ্ঠানটি থেকে পাঁচটি বইয়ের একটি প্যাকেজ কিনে একটি টোকেন পেলাম। আমার মনে হচ্ছিল এটি ফেইক। আমার বাবা-মাও বলছিল, বই কিনে যে টোকেন পেয়েছো তা প্রতারণা। এ কারণে টোকেনটা সংরক্ষণ করতে ইচ্ছে করছিল না। তারপরও কেন যেন ভাবলাম, যদি তাদের ঘোষণাটা সত্য হয়! এ কথা ভেবে টোকেনটি সংরক্ষণ করলাম। এরপরে যখন ওয়েলরিচ থেকে ফোন করে আমাকে জানানো হলো–আমি প্রথম পুরস্কার জিতে ফ্রিতে উমরাহ করার সুযোগ পাচ্ছি তখন প্রথমে বিশ্বাস হতে চায়নি। যখন বুঝতে পারলাম আসলেও এটি সত্যি। তখন আমি আবেগে আপ্লুত হয়ে যাই।

ওয়েলরিচের স্বত্বাধিকারী এবং মুহাম্মাদ পাবলিকেশনের প্রকাশক মুহাম্মদ আবদুল্লাহ খান বলেন, সাধারণ মানুষকে ইসলামী বইমুখী করার জন্য আরো দু'বছর আগে থেকেই আমরা ফ্রিতে উমরাহ পালনের সুযোগসহ বিভিন্ন পুরস্কার ঘোষণা করি। এর প্রেক্ষাপটটা ছিল– আমি যখন প্রথম উমরায় যাই তখন আল্লাহর ঘর জিয়ারত করে অন্তরে ভিন্নরকম এক প্রশান্তি লাভ করি। তখনই ভাবনায় আসে– আমি যদি অন্য মানুষকেও আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ করে দিতে পারতাম! তখন প্রক্রিয়াটা ঠিক করলাম– যারা ওয়েলরিচ থেকে পূর্বঘোষিত প্যাকেজ বই কিনবে তাদের মধ্য থেকে বাছাই করে প্রতি বছর একজনকে ফ্রিতে উমরাহ করাবো। মালিবাগ জামিয়ার শিক্ষার্থী নওয়াজ শরীফ এবার প্রথম স্থান অর্জন করে ওয়েলরিচের পক্ষ থেকে উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। সহযাত্রী ট্রাভেলস থেকে অচিরেই তিনি এ সফর সম্পন্ন করবেন।

সহযাত্রী ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা রোকন রাইয়ান বলেন, আমরা দেশ বিদেশের ট্যুরসহ উমরাহ গ্রুপ পরিচালনা করে থাকি, ওয়েলরিচ থেকে প্রাপ্ত উমরাহর পুরস্কারটি দারুণ এক সুযোগ। মাত্র পাঁচটি বই কিনে এমন সুবর্ণ সুযোগ দিয়ে সামর্থহীনদের আল্লাহর ঘরে সফর করানোই অনেক কৃতজ্ঞতা।


আরো সংবাদ



premium cement