ঢাকার চতুর্দিকে বৃত্তাকার নৌপথ চালুর দাবি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ নভেম্বর ২০২৪, ২৩:২৬
পরিবেশবাদীরা মহানগরীকে বাঁচাতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ নির্মাণে অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে তারা বুড়িগঙ্গা ও ঢাকার আশপাশের অন্যান্য নদী ড্রেজিং করে পানির প্রবাহ ফিরিয়ে আনার জন্য এবং নদীগুলোকে অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষা করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন (বিবিএ) যৌথভাবে আজ সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
বাপা’র যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক, মিহির বিশ্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাপা সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক ড. মাহবুব হোসেন, জাতীয় পরিষদ সদস্য, আশরাফ আমিরুল্লাহ, জাতীয় পরিষদ সদস্য, হাজী শেখ আনছার আলী, বাপা জীবন সদস্য মো: আবদুল হামিদ, সিডিপির কর্মকর্তা, এডওয়ার্ড এ মধু, পরিবেশ কর্মী ও বুড়িগঙ্গা পাড়ের স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল, সমাজকর্মী ও পবার নেতা মো: সেলিম, কেমেলিয়া চেীধুরী এবং মো: রাসেল।
সভাপতির বক্তব্যে মিহির বিশ্বাস বলেন, নদীর প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে দেশের দখল হওয়া নদীগুলোকে উদ্ধারে সরকারের বেশী গুরুত্ব দিতে হবে।
আলমগীর কবির বলেন, বুড়িগঙ্গাসহ দেশের সকল নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে। প্রত্যেকটি নদীর সাথে সংযুক্ত খাল, প্লাবন অঞ্চল ও কৃষি জমি পুনরুদ্ধার ও সংরক্ষণ ও ঢাকার চারিদিকে চক্রাকার নৌপথ চালু করলে যানজট কমে আসবে।
ড. মাহবুব হোসেন বলেন, দেশের নদীগুলো এখনো দূষণ ও দখলকারিরা নিয়ন্ত্রণ করছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের নদী রক্ষা করা না গেলে রাজনৈতিক সরকারের সময় রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা