০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ঢাকার চতুর্দিকে বৃত্তাকার নৌপথ চালুর দাবি

ঢাকার চতুর্দিকে বৃত্তাকার নৌপথ চালুর দাবি - ছবি : সংগৃহীত

পরিবেশবাদীরা মহানগরীকে বাঁচাতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ নির্মাণে অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে তারা বুড়িগঙ্গা ও ঢাকার আশপাশের অন্যান্য নদী ড্রেজিং করে পানির প্রবাহ ফিরিয়ে আনার জন্য এবং নদীগুলোকে অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষা করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন (বিবিএ) যৌথভাবে আজ সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বাপা’র যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক, মিহির বিশ্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাপা সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক ড. মাহবুব হোসেন, জাতীয় পরিষদ সদস্য, আশরাফ আমিরুল্লাহ, জাতীয় পরিষদ সদস্য, হাজী শেখ আনছার আলী, বাপা জীবন সদস্য মো: আবদুল হামিদ, সিডিপির কর্মকর্তা, এডওয়ার্ড এ মধু, পরিবেশ কর্মী ও বুড়িগঙ্গা পাড়ের স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল, সমাজকর্মী ও পবার নেতা মো: সেলিম, কেমেলিয়া চেীধুরী এবং মো: রাসেল।

সভাপতির বক্তব্যে মিহির বিশ্বাস বলেন, নদীর প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করে দেশের দখল হওয়া নদীগুলোকে উদ্ধারে সরকারের বেশী গুরুত্ব দিতে হবে।

আলমগীর কবির বলেন, বুড়িগঙ্গাসহ দেশের সকল নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে। প্রত্যেকটি নদীর সাথে সংযুক্ত খাল, প্লাবন অঞ্চল ও কৃষি জমি পুনরুদ্ধার ও সংরক্ষণ ও ঢাকার চারিদিকে চক্রাকার নৌপথ চালু করলে যানজট কমে আসবে।

ড. মাহবুব হোসেন বলেন, দেশের নদীগুলো এখনো দূষণ ও দখলকারিরা নিয়ন্ত্রণ করছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের নদী রক্ষা করা না গেলে রাজনৈতিক সরকারের সময় রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল

সকল