০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

- ছবি - ইন্টারনেট

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাব।

আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে অ্যাজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে দু’টি হজ প্যাকেজ থাকবে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ২৩ হাজার। বিশেষ প্যাকেজের মূল্য ছয় লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে, গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করে সরকার। যেখানে গতবারের চেয়ে খরচ কমানো হয়।

এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এর আগে ২০২৪ সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। সেই হিসাবে এবার সাধারণ প্যাকেজে খরচ কমছে এক লাখ ৫৯৮ টাকা।

তারও আগে ২০২৪ সালে বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আগামী বছর সরকারিভাবে বিশেষ প্যাকেজ থাকছে না। তবে অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে বলা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল