আবুল আসাদের স্ত্রীর ইন্তেকালে সিটি উত্তর জামায়াতের শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১৪:৫১, আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১৪:৫৪
বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট ও দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার এক শোকবাণীতে মহানগরী নেতারা বলেন, ‘মরহুমা জেবুন্নেসা ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতাপ্রাণ কর্মী এবং আবেদা-সালেহা নারী। তিনি নারী আন্দোলন অঙ্গনে দ্বীনের দাওয়াত এবং ইবাদাত-বন্দেগী নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন। তার মৃত্যুতে আমরা একজন মহীয়সী নারীকে হারালাম।’
উল্লেখ্য, মহানগরী নেতারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। এ সময় তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদরে সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা