৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

৬ মেডিক্যাল কলেজের নতুন নামকরণ, বাদ শেখ মুজিব-হাসিনার নাম

৬ মেডিক্যাল কলেজের নতুন নামকরণ, বাদ শেখ মুজিব-হাসিনার নাম - সংগৃহীত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ এবং জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজসহ দেশের মোট ছয়টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যে তিনটি মেডিক্যাল কলেজের নামের সাথে যুক্ত ছিল দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মূলত ব্যক্তি নাম বাদ দিয়ে মেডিক্যাল কলেজগুলোর নাম স্ব স্ব জেলার নামে নামকরণ করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

যেসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর’ এর নাম বদলে করা হয়েছে ‘জামালপুর মেডিক্যাল কলেজ’।

‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল’-এর বর্তমান নামকরণ করা হয়েছে ‘টাঙ্গাইল মেডিক্যাল কলেজ’।

এদিকে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর’-এর বর্তমান নাম ‘ফরিদপুর মেডিক্যাল কলেজ’।

এছাড়াও, ‘কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ’কে ‘মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ’, ‘আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী’ নাম ‘নোয়াখালী মেডিক্যাল কলেজ’ এবং ‘এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর’-এর নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : ট্রাম্প চট্টগ্রামে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু কমলা নির্বাচনী সমাবেশে গাজায় যুদ্ধবিরতির স্লোগান ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তা শহীদুল কারাগারে শেষ মুহূর্তে প্রার্থীদের অভিনব প্রচারণা, পরিচ্ছন্নতাকর্মীর বেশে ট্রাম্প উত্তর কোরিয়া কেন রাশিয়াকে সাহায্য করতে পারবে না, পশ্চিমাদের প্রতি প্রশ্ন রাশিয়ার আই ফোনের জন্য বন্ধুকে নিয়ে জোড়া খুন ‘আ’লীগ আমলে ব্যাংক, জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে বেশি অনিয়ম হয়েছে’ ভূরুঙ্গামারীতে ৬০৭টি ইয়াবাসহ যুবক গ্রেফতার

সকল