৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

৬ মেডিক্যাল কলেজের নতুন নামকরণ, বাদ শেখ মুজিব-হাসিনার নাম

৬ মেডিক্যাল কলেজের নতুন নামকরণ, বাদ শেখ মুজিব-হাসিনার নাম - সংগৃহীত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ এবং জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজসহ দেশের মোট ছয়টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যে তিনটি মেডিক্যাল কলেজের নামের সাথে যুক্ত ছিল দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মূলত ব্যক্তি নাম বাদ দিয়ে মেডিক্যাল কলেজগুলোর নাম স্ব স্ব জেলার নামে নামকরণ করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

যেসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে ‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর’ এর নাম বদলে করা হয়েছে ‘জামালপুর মেডিক্যাল কলেজ’।

‘শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল’-এর বর্তমান নামকরণ করা হয়েছে ‘টাঙ্গাইল মেডিক্যাল কলেজ’।

এদিকে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর’-এর বর্তমান নাম ‘ফরিদপুর মেডিক্যাল কলেজ’।

এছাড়াও, ‘কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ’কে ‘মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ’, ‘আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী’ নাম ‘নোয়াখালী মেডিক্যাল কলেজ’ এবং ‘এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর’-এর নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
পাইকগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং অভিযানে জরিমানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু সোমবার পুলিশে চাকরি দিতে ১০ লাখ টাকার চুক্তি, গ্রেফতার ৪ স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা চুরি যাওয়া অর্থ ফেরতের ব্যাপারে যে অভিমত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বগুড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড রাজনৈতিক ও আমলাতন্ত্র মুক্ত দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান টিআইবির কালিয়াকৈরে পুকুর থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার গণহত্যাকারী আ’লীগ-হাসিনার কোনো ক্ষমা নেই : মির্জা ফখরুল টানা তৃতীয় দিনের মতো ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা শাবিতে স্নাতক প্রথম বর্ষে এখনো খালি ১২৬ আসন

সকল