মিস নাইজেরিয়া হলেন সাউথ আফ্রিকায় প্রত্যাখ্যাত নারী
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৩
চিদিম্মা অ্যাডেশিনার নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকা। তবে নাইজেরিয়া তাকে সাদরে গ্রহণ করেছে।
তার মা জন্মসূত্রে মোজাম্বিকের হলেও থেকেছেন সাউথ আফ্রিকায়। বাবা জন্মসূত্রে নাইজেরিয়ার। ছোটবেলা থেকে সাউথ আফ্রিকাতেই বড় হয়েছেন চিদিম্মা। তিনি একইসাথে সাউথ আফ্রিকা এবং নাইজেরিয়ার নাগরিক। বাবার সূত্র ধরেই তিনি নাইজেরিয়ার নাগরিক হন। ডুয়াল সিটিজেনশিপ নিয়ে এত দিন তার কোনো সমস্যা হয়নি।
সমস্যার সূত্রপাত মিস সাউথ আফ্রিকা প্রতিযোগিতায় অংশ নিয়ে। সেখানে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে তার মায়ের নাগরিকত্বের প্রমাণ নিয়েও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে চিদিম্মা প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।
সাউথ আফ্রিকার প্রশাসন তাকে এবং তার মাকে সোমবারের মধ্যে নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র জমা দিতে বলে। কিন্তু চিদিম্মা এবং তার মা কাগজ জমা দেননি। যার জেরে প্রশাসন জানিয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
সাউথ আফ্রিকায় যখন এই সমস্যার মুখে পড়তে হয়েছে চিদিম্মাকে। তখন নাইজেরিয়া সাদরে আহ্বান জানিয়েছে চিদিম্মাকে। বলা হয়েছে, ২০ বছর সে দেশে না থাকলেও চিদিম্মাকে তারা নাইজেরিয়ার নাগরিক হিসেবে স্বাগত জানাচ্ছে।
বস্তুত, এরপর মিস নাইজেরিয়া প্রতিযোগিতায় অংশ নেন চিদিম্মা। জয়লাভও করেন। এবার নাইজেরিয়ার নাগরিক হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়ার পরকল্পনা করছেন তিনি।
সংবাদমাধ্যমকে চিদিম্মা জানান, ‘লড়াই খুব কঠিন ছিল। তারই মধ্যে মিস নাইজেরিয়া প্রতিযোগিতা জেতা খুব আনন্দের। নাইজেরিয়ার কাছে আমি কৃতজ্ঞ।
চিদিম্মা মিস সাউথ আফ্রিকা প্রতিযোগিতায় যোগ দেয়ার পরেই তার এবং তার পরিবারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন তিনি ডুয়াল সিটিজেন- তা নিয়েও প্রশ্ন ওঠে। সাউথ আফ্রিকার জনগণ এই নিয়ে প্রথম প্রশ্ন তুলতে শুরু করেন। তারপরেই প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা