০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মো: মাইনুল হাসান - ছবি - ইন্টারনেট

রাজধানীতে এবার ২৫৩টি পূজামণ্ডপ রয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো: মাইনুল হাসান বলেছেন, মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে।

আজ মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।

মাইনুল হাসান বলেন, পূজায় বিশেষ নিরাপত্তায় মাঠে থাকবে সার্বক্ষণিক টহল। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মণ্ডপে থাকবে। এছাড়া চেকপোস্ট, সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক দল ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ, আনসার ও র‍্যাব।

পূজাকে ঘিরে যানজট নিরসনে বাড়তি ট্রাফিক ব্যবস্থা নেয়া করা হচ্ছে বলেও জানান তিনি। এসময় যানযট নিরসনে পূজামণ্ডপের আশেপাশে মেলা না করার অনুরোধ জানান তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement