২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে : ডিএমপি কমিশনার

- ছবি - ইউএনবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ময়নুল হাসান বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ রোববার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ক্র্যাব-ওয়ালটন ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তারা অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অনেক অপরাধীকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ ইতোমধ্যে নতুন করে কাজ শুরু করেছে।

শীর্ষ অপরাধীদের যারা একসময় মুক্তি পেয়েছেন তারা আবারো অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আবু সালেহ আকন ও আবুল খায়েরসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement