২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ডিসিদের পদায়নে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

- প্রতীকী

জেলা প্রশাসকদের (ডিসি) পদায়নে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদীকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে তদন্ত শেষে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কে এম ইয়াসির আরাফাত।

‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়।

খবরে বলা হয়েছে, সম্প্রতি ডিসি নিয়োগের ঘটনায় আলোচনায় আসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের (এপিডি) কক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়।

পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী।

ঘটনাটি সত্য কিনা, সেটি খতিয়ে দেখতে তদন্ত গঠন করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement