২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সয়ুজে ফেরত আসলেন ২ রুশ, এক আমেরিকান নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে সয়ুজ ক্যাপসুলে করে কাজাখস্তানে অবতরণ করেছেন আমেরিকার নভোচারি ট্রেইসি ডাইসন। ২৩ সেপ্টেম্বর, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দুই রুশ নভোচারী রেকর্ড সময় অবস্থান করার পর আরেক আমেরিকানসহ সয়ুজ ক্যাপসুলে করে কাজাখস্তানে অবতরণ করেছে।

কোনো সমস্যা ছাড়াই আই এস এস থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টা পর ওই্ ক্যাপসুল মাটিতে নেমে আসে। অবতরণের শেষ পর্যায়ে সয়ুজ ছোট রকেট ব্যবহার করে লাল সাদা প্যারাস্যুটের মাধ্যমে ঘণ্টায় ১৬ মেইল বেগে নেমে আসে।

নভোচারীদের ক্যাপসুল থেকে বের করার পর মাধ্যাকর্ষণের সাথে খাপ খাইয়ে নিতে চেয়ারে বসানো হয় এবং পরে মেডিক্যাল পরীক্ষা করা হয়।

ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চাব মহাকাশ কেন্দ্র থেকে ৩৭৪ দিন পর ফেরত আসলেন। গত শুক্রবার তারা বিরতিহীনভাবে ওই কেন্দ্রে দীর্ঘতম সময় থাকার নতুন রেকর্ড তৈরি করেন। তাদের সাথে শেষ ছয় মাস ছিলেন আমেরিকান ট্রেইসি ডাইসন।

মহাকাশ কেন্দ্রে আটজন নভোচারী রয়ে গেছেন। এর মধ্যে দুই আমেরিকান বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস তাদের নির্ধারিত সময়ের চাইতে অনেক বেশি সময় ধরে আছেন।

তারা বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলের প্রথম যাত্রী হিসেবে জুনে সেখানে যান। কিন্তু থ্রাস্টার এবং হিলিয়াম সমস্যার কারণে তাদের যাত্রা বিঘ্নিত হয়। আমেরিকান মহাকাশ সংস্থা নাসা স্টারলাইনারে তাদেরকে ফিরিয়ে আনার ঝুঁকি নেয়নি।

ওই দুইজন আগামী বছর স্পেসএক্সে ফেরত আসবেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশসেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের আবারো বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব ঢাবিতে শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না : জয়নুল আবেদীন বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নিতে হবে : ভিসি ড. আমানুল্লাহ বিচার বিভাগ সংস্কার কার্যক্রমে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে : প্রধান বিচারপতি এ বছরের মধ্যেই নির্বাচন শেষ করুন : মাহবুব উদ্দিন খোকন ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ, বড় চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া মালয়েশিয়ায় ১৩ দেশের শিল্পী ও নাগরিকের অংশগ্রহণে মাতৃভাষা দিবস পালন ডিভাইস আসক্তি থেকে ফেরাতে রাজধানীতে শিশুমেলা

সকল