১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করলো অস্ট্রেলিয়া

ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করলো অস্ট্রেলিয়া - সংগৃহীত

মাহসা আমিনির জেল ও মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তিতে ইরানের কর্মকর্তাদের উপর আরো নিষেধাজ্ঞা চাপাচ্ছে অস্ট্রেলিয়া।

২২ বছর বয়সী কুর্দ-ইরানীয় এই নারীকে ‘বেঠিকভাবে’ হিজাব পরার জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পেনি ওং সোমবার বলেন, ‘সাম্য ও ক্ষমতায়নের জন্য ইরানের নারী ও মেয়েদের যে লড়াই’ তার পাশে রয়েছে অস্ট্রেলিয়া।

ইরানে বিক্ষোভের ‘সহিংস দমনপীড়নে’ যুক্ত বলে অভিযোগ উঠেছে যে সকল সিনিয়র নিরাপত্তা ও আইন বলবৎকারী কর্মকর্তাদের সম্পর্কে তাদের উপর আর্থিক ও চলাচলগত নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন ওং।

তিনি বলেন, ইরানে মানবাধিকার পরিস্থিতি ‘শোচনীয়’ কারণ নারী সমাজকর্মীদের আটক অব্যাহত রয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে।

ওং অস্ট্রেলীয় ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, দুই বছর আগে আমিনির মৃত্যুর সময় থেকে ইরানীয় প্রশাসন কর্তৃক নির্যাতন অব্যাহত রয়েছে।

ওং বলেন, ‘আমরা পাঁচজন ইরানীয় নিরাপত্তা ও আইন বলবৎকারী কর্মকর্তাকে নিষিদ্ধ করেছি যারা তথাকথিত এই সব আইন প্রয়োগের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।’

অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রচার বিভাগের সাথে যুক্ত নিকিতা হোয়াইট সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ইরানে মানবাধিকারের দ্রুত অবনতি হয়েছে।

ইরানের সাথে সম্পৃক্ত প্রায় ২০০ ব্যক্তি ও সংগঠনের উপর বর্তমানে নিষেধাজ্ঞা চাপিয়েছে অস্ট্রেলিয়া। এদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাথে সম্পৃক্ত ব্যক্তিরাও রয়েছে। চলতি বছরের শুরুতে এই সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রও একইরকম পদক্ষেপ নিয়েছিল।

সোমবার ক্যানবেরাতে বিরোধী আইনপ্রণেতা ও ছায়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইমন বার্মিংহ্যাম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে অস্ট্রেলিয়ার সরকারকে অনুরোধ করেছেন।

চলতি মাসের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির ঘোষিত নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সকল