১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা

ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা - ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, মনে রাখতে হবে আমরা একই উম্মাহর সদস্য। 'মুসলিম উম্মাহ'- এই বিষয়টিকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। মুসলিম উম্মাহর পরিচিতি রক্ষা করতে হবে। মুসলিম উম্মাহ জাতীয়তা ও ভৌগোলিক সীমানার উর্ধ্বে। মুসলিম উম্মাহ নামক পরিচিতি ও বাস্তবতা পরিবর্তন হবে না।

ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি আজ (সোমবার) সারাদেশের একদল বিশিষ্ট সুন্নি আলেম ও বিজ্ঞ ব্যক্তিত্বের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরো বলেন, ইসলামের শত্রুরা মুসলিম উম্মাহ নামক আমাদের একক পরিচয়ের বিষয়ে মুসলমানদেরকে উদাসীন করে তোলার চেষ্টা করেছে এবং এখনো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাতো হতে পারে না যে, আমি নিজেকে মুসলিম দাবি করব কিন্তু মিয়ানমার, গাজা, ভারত বা অন্যান্য স্থানের মুসলমানের কষ্টের বিষয়ে উদাসীন থাকব।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অকল্যাণকামীদের মাধ্যমে মুসলিম বিশ্বে বিশেষ করে ইরানে মাজহাবগত বিবাদ উসকে দেয়ার ইতিহাস রয়েছে। দুর্বৃত্তরা বুদ্ধিবৃত্তিক, প্রচারণামূলক ও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে আমাদের দেশ এবং অন্যান্য মুসলিম অঞ্চলে শিয়া-সুন্নির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে। তারা উভয় পক্ষের লোকদেরকে অপবাদ দিতে বাধ্য করার মাধ্যমে বিদ্বেষ ও বিরোধ উসকে দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার উপায় হলো ঐক্য। ঐক্যের বিষয়টি একটি কৌশল নয় বরং একটি কুরআনের নীতি।

আয়াতুল্লাহ খামেনি বলেন, শিয়া-সুন্নি ঐক্য বিনষ্টের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের সুন্নিরা বিদ্বেষপূর্ণ লক্ষ্য-উদ্দেশ্য মোকাবেলা করেছে। এর প্রমাণ হলো পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ১৫ হাজার সুন্নি শহীদ হয়েছেন। বিপ্লব এবং ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন আরো বিপুল সংখ্যক সুন্নি আলেম।

আয়াতুল্লাহ খামেনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরো বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মাহর মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। বর্তমানে গাজা তথা ফিলিস্তিনের নির্যাতিত মানুষকে সমর্থন করা একটি স্পষ্ট ফরজ দায়িত্ব এবং কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

মহানবী হজরত মুহাম্মাদ সা:-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ১২ থেকে ১৭ রবিউল আউয়াল ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলন আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সূত্র : পেস টিভি


আরো সংবাদ



premium cement
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট

সকল