চলমান যুদ্ধে ইসরাইলকে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০
চলমান যুদ্ধে ইসরাইলকে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১১ সেপ্টেম্বর) এক এক্সবার্তায় এই আহ্বান জানান তিনি।
এক্সবার্তায় তিনি জানান, এই সপ্তাহে গাজার নিরাপদ অঞ্চলে ইসরাইলি হামলায় ১৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। পশ্চিমতীরে এক মার্কিন নাগরিক গুলিবিদ্ধ হয়েছে। এখন আরেকটি স্কুলে বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। তাদের ছয়জনই জাতিসঙ্ঘের কর্মী। যথেষ্ট যথেষ্ট। নেতানিয়াহুর যুদ্ধ মেশিনের জন্য আর কোনো অর্থ নয়।
আনাদোলু জানিয়েছে, নাবলুসের বাইরে বেইতা শহরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে গত শুক্রবার বিক্ষোভ হয়। সেখানে ইসরাইলি বাহিনীর গুলিতে তুর্কি আমেরিকান কর্মী আয়েনুর ইজগি আইগিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে গুলিটি মূলত মাটিতে থেকে ছিটকে পড়ে। এরপর সেখান থেকে তিনি আঘাত পান। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত বলেও উল্লেখ করেন।
স্যান্ডার্স দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেন।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী, শিশু ও বেসামরিক নাগরিক।
সূত্র : আনাদোলু এজেন্সি