১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

গাজায় ৫ শতাধিক তাঁবু পাঠাল বেলজিয়াম

গাজায় ৫ শতাধিক তাঁবু পাঠাল বেলজিয়াম - ছবি : মিডল ইস্ট মনিটর

গাজায় পাঁচ শতাধিক তাঁবু পাঠিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। বুধবার এক এক্স বার্তায় এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বেলজিয়াম বুধবার বলেছে, তারা গাজায় পাঁচ শতাধিক তাঁবু পাঠাচ্ছে। জরুরি বেসামরিক চাহিদা মেটাতে একটি বি-এফএএসটি মিশনের অংশ হিসেবে মেলসব্রোক সামরিক বিমানবন্দর থেকে তাঁবুগুলো পাঠানো হয়। একটি বেলজিয়াম প্রতিরক্ষা এ৪০০এমসহ পরিবহন করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি/মিডল ইস্ট মনিটর 


আরো সংবাদ



premium cement