১০ দিনের অভিযান শেষে জেনিন থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০, আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০
১০ দিনের অভিযানে ২১ জন নিহত হওয়ার পর শুক্রবার পশ্চিম তীরের জেনিন শহর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
ফিলিস্তিন ও ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, অভিযান চলাকালে ইসরাইলি বাহিনী স্থানীয় অবকাঠামো ও আবাসিক ভবনের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছে। হামলায় শহরের বিশাল এলাকাজুড়ে বিদ্যুৎ, যোগাযোগ ও ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ঘোষণা করেছে, সেনাবাহিনীর অভিযানে জেনিন শহরের ২৫ কিলোমিটারেরও বেশি রাস্তা ও আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে, ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, সেনা অভিযানে ‘সন্ত্রাসীদের’ নির্মূল করেছে ইসরাইলি বাহিনী। সেখান থেকে ৪০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করার পাশাপাশি ২৪টি অস্ত্র জব্দ এবং বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস ধ্বংস করা হয়েছে।
তবে ইসরাইলি নিরাপত্তা সূত্র ব্রডকাস্টারকে জানিয়েছে, অভিযান এখনো শেষ হয়নি এবং আমরা শিগগিরই জেনিন ও অন্যান্য স্থানে ফিরব।
বৃহস্পতিবার রামাল্লাভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৮ আগস্ট ইসরাইলি বাহিনী সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ৩৯ ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা