খাবার কিনতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩
খাবার কিনতে গিয়ে ইসরাইলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ওই হামলাটি হয়। এ সময় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসঙ্ঘের ত্রাণ কার্যক্রম সংস্থার (ইউএনআরডব্লিউএ) সামনে একটি রুটি বিক্রেতার দোকানে ছিল নিহত ফিলিস্তিনিরা।
চলমান গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪০ হাজার ৭৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৪ হাজার ২২৪ জন আহত হয়েছে। এই সংখ্যাটি সরকারি হাসপাতালে নিহতদের সংখ্যা। এছাড়া ধ্বংসস্তুপে কিংবা হাসপাতালের বাইরে আরো বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের সংখ্যা যুক্ত করলে এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি হবে।
অপরদিকে ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয়েছিল।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা