১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি বোমাতেই ৬ পণবন্দীর মৃত্যু হয়েছে : হামাস

ইসরাইলি বোমাতেই ৬ পণবন্দীর মৃত্যু হয়েছে : হামাস - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলের চলমান বিমান হামলার কারণেই গাজায় ছয় পণবন্দী মারা গেছে। ইসরাইল গাজা থেকে তাদের লাশ উদ্ধার করে দাবি করছে যে হামাস তাদের হত্যা করেছে।

হামাস নেতা ইজ্জাত আল-রিশক রোববার এক বিবৃতিতে বলেন, 'যারা প্রতিদিন আমেরিকান অস্ত্র আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরাইলি উপনিবেশকারী। গাজায় পাওয়া পণবন্দীদের আমরা হত্যা করিনি। তারা নিহত হয়েছে জায়নবাদীদের বিরামহীন বোমা হামলায়।'

তিনি যুক্তরাষ্ট্রের আরো সমালোচনা করে বলেন, 'প্রেসিডেন্ট জো বাইডেন যদি ইসরাইলি পণবন্দীদের জীবন নিয়ে সত্যিই যত্নবান হন, তবে তার উচিত এই শত্রুদের অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন দেয়া বন্ধ করা এবং অবিলম্বে আগ্রাসন বন্ধ করার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করা।'

তিনি জোর দিয়ে বলেন, খোদ বাইডেনের চেয়ে হামাস এসব পণবন্দীর জীবন নিয়ে বেশি উদ্বিগ্ন। তিনি যুদ্ধবিরতি নিয়ে হামাস ও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তুলে ধরে বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর আগে রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায, তারা গাজা থেকে ছয় পণবন্দীর লাশ উদ্ধার করেছে। এই উদ্ধারের আগে ইসরাইল বলে আসছিল যে গাজায় তাদের ১০৭ জন পণবন্দী রয়েছে। তবে তাদের কেউ কেউ মারা গিয়ে থাকতে পারেন।

হামাস জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় বেশ কয়েকজন পণবন্দী নিহত হয়েছে।

গাজায় ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি বিমান হামলায় প্রায় ৪০,৭০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের বেশিভাগই নারী ও শিশু। ইসরাইলি হামলায় গাজা প্রায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে। সেখানে খাদ্য, পানি ও ওষুধের ভয়াবহ সঙ্কটের সৃষ্টি হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

 


আরো সংবাদ



premium cement
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঝড়ো বাতাস চার মাস ইউক্রেনকে ‘সর্বোত্তম অবস্থানে’ রাখবেন বাইডেন ভয়াবহ বন্যায় বিদেশী সহায়তা চেয়ে মিয়ানমারের জান্তার বিরল অনুরোধ ন্যানোভ্যাক্সিন : করোনার ‘মহৌষধ’ আবিষ্কার চীনের গাজীপুরে কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কা, নিহত ৫ পিএসসি’র ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষা স্থগিত জোড়া মামলায় মুক্তি ট্রাম্পের চুনতীতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী স. মাহফিল শুরু আজ কলকাতার হাসপাতালে হত্যা-ধর্ষণ : সাবেক অধ্যক্ষ ও ওসি গ্রেফতার ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলকে সহায়তা করবে না আমিরাত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

সকল