১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাফায় ৪০ জনকে হত্যার দায় স্বীকার ইসরাইলি সেনাবাহিনীর

- ছবি : প্রতীকী

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এলাকা রাফায় খুব কাছ থেকে লড়াই ও বিমান হামলার মাধ্যমে প্রায় ৪০ জনকে হত্যার করেছে বলে স্বীকার করেছে ইসরাইল।

মঙ্গলবার (২০ আগস্ট) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ খবর দিয়েছে।

আইডিএফ জানিয়েছে, রাফার তেল আল-সুলতান এলাকায় লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রেখেছে ইসারইলি সৈন্যরা। সৈন্যরা স্থানীয় একটি সামরিক কাঠামোর মধ্যে রকেটচালিত গ্রেনেড সজ্জিত একটি ‘সন্ত্রাসী সেল’ শনাক্ত করার পর ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) সেখানে হামলা করে।।

আইডিএফ আরো জানায়, এ ছাড়াও একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা দুইজনকে লক্ষ্য করেও হামলা চালায় বিমান বাহিনী।

হামাস নির্মূলে ইসরাইলের বৃহৎ অভিযানগুলোর মধ্যে এটি অন্যতম।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত ১ হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। ওই সময় ২৫০ ইসরাইলিকে পণবন্দী করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে হামাস নির্মূলে গাজায় ক্রমাগত অভিযান চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছে আরো ৯২ হাজার ৮৫৭ জন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement