২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা

- ছবি : নয়া দিগন্ত

ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ইসরাইলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার উত্তর ইসরাইলের বেশ কয়েকটি স্থাপনায় ওই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সম্প্রতি গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে হিজবুল্লাহ ও তেল আবিবের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সোমবার উত্তর ইসরাইলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা করেছে হিজবুল্লাহ। এতে উভয় পক্ষের মাঝে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বাধার আশঙ্কা তৈরি হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের আল-মালিকিয়া পোস্টে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা করেছে। একইসাথে তারা আল রাহেব পোস্ট ও আল বাগদাদি পোস্টে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। তবে হামলায় আহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের হাউলা, মারকাবা এবং মেস আল-জাবালসহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement