১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি হেফাজতে ১৮ ফিলিস্তিনির মৃত্যু

- ছবি : সংগৃহীত

ইসরাইলি হেফাজতে ১৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হেফাজতে অন্তত ১৮ ফিলিস্তিনি মারা গেছে।

এদিকে, ইসরাইলি হেফাজতে হামাসের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ওই নেতার মৃত্যু হয়। নিহত নেতার নাম মুস্তফা মোহাম্মাদ আবু আরা (৬৩)।

খবরে আরো বলা হয়েছে, বন্দীবিষয়ক ফিলিস্তিনি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারের আগ থেকেই অসুস্থ ছিলেন আবু আরা। তার নিবিড় চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু ইসরাইলি কারাগারে বন্দী হলে সেখানে অবস্থার অবনতি ঘটে। নজিরবিহীন জুলুমের শিকার হয়ে অবশেষে মৃত্যুর কোটে ঢলে পড়লেন তিনি।

রয়টার্স জানিয়েছে, গত বছরের অক্টোবরে গ্রেফতার হন আবু আরা। তাকে অমানুষিক নির্যাতন করা হয়। কিন্তু কোনো ধরনের চিকিৎসা দেয়া হয়নি।

এ ঘটনায় এখনো ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইসরাইলি সরকারের বিবরণ অনুযায়ী, হামাসের হামলায় অন্তত ১২০০ ইসরাইলি নিহত এবং আড়াই শতাধিক বন্দী হয়েছে। তাদের ১২০ জন এখনো বন্দী অবস্থায়ই রয়েছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল