২৩ আগস্ট ২০২৪, ৮ ভাদ্র ১৪৩১, ১৭ সফর ১৪৪৬
`

ইসরাইলি হামলায় ৫ শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ৫ শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত - সংগৃহীত

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। তাদের হামলায় মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে পাঁচ শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৬৬৪ জন নিহত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরাইলে হামলা চালানোর পর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় মোট ৮৮ হাজার ৯৭ জন আহত হয়েছে।

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে।

গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা। মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ অপারেশন্স কমান্ডের দুই নম্বর শলমি বাইন্ডারের নাম ঘোষণা করেন।

ওই সময় সূত্রটি জানিয়েছিল, হ্যালিভি বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে। তবে ৭ অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement