০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ গাজায় ৩ ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করল হামাস

- ছবি : আনাদোলু এজেন্সি

দক্ষিণ গাজায় তিনটি ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার (১৩ জুলাই) দলটির সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, আল-কাসাম ব্রিগেডস শনিবার বলেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় রাফার উপকণ্ঠে আবু জর গিফারি মসজিদের কাছে বেশ কয়েকটি ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছে। ওই হামলায় তারা ইয়াসিন ১০৫ ব্যবহার করে তিনটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে।

রাফায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরাইলি সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে ইসরাইলি সেনাবাহিনী ৬ মে থেকে একটি সামরিক আক্রমণ শুরু করেছিল।

এর আগে শনিবার ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই বোমা হামলায় কমপক্ষে ৯০ ফিলিস্তিনি নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement