হামাস যুদ্ধবিরতিতে রাজি হলে যা করবে হিজবুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ১৭:৩০
বন্দীবিনিময় চুক্তিতে হামাসের সিদ্ধান মেনে নেবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।
তিনি বলেন, বন্দীবিনিময় চুক্তিতে হামাসের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। যুদ্ধবিরতি হয়ে গেলে ইসরাইলের উপর আন্তঃসীমান্ত হামলাও বন্ধ করা হবে।
বুধবার (১১ জুলাই) ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের গত ৭ অক্টোবর ইসরাইলের উপর হামলার পর থেকে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই হামাসের সমর্থনে ইসরাইলি বাহিনীর সাথে গুলি বিনিমিয় করছে। এতে উত্তরে একটি পূর্ণ সঙ্ঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
হিজবুল্লাহ প্রধান বলেন, হামাস যে সিদ্ধান্তই গ্রহণ করে, সবাই তা মেনে নেয়। সবাই সন্তুষ্টি প্রকাশ করে। আমরা হামাসের সাথে সমন্বয় করতে বলি না। কারণ, প্রথম ক্ষেত্রে যুদ্ধটি তাদের। সেজন্য তাদের সিদ্ধান্তই আমরা মেনে নেই।
উল্লেখ্য, ফের বন্দীবিনিময় চুক্তি বিষয়ে আলোচনা শুরু হলে হিজবুল্লাহর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক প্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামাসের সাথে সাক্ষাৎ করে। এরপর হিজবুল্লাহ প্রধান এই মন্তব্য করেন।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা