১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গত ৬৫ দিনে কোনো সাহায্য প্রবেশ করেনি গাজায়

- ছবি : আল জাজিরার ভিডিও থেকে নেয়া

গত ৬৫ দিনে গাজায় কোনো সাহায্য প্রবেশ করেনি বলে জানিয়েছে গাজার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বুধবার (১০ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজায় মানবিক সাহায্যের প্রবেশ রোধ করায় শিশু ও অসুস্থসহ হাজার হাজার বেসামরিক নাগরিকের জীবন হুমকির মুখে পড়েছে। এদিকে, হাজার হাজার টন সাহায্য ও চিকিৎসা সরঞ্জাম গাজার সীমান্ত ক্রসিংয়ের অপর প্রান্তে জমা হচ্ছে। অথচ সেগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।

এটি এমন এক নৃসংসতা, যাতে ইসরাইলি আক্রমণ সমর্থনকারী বিভিন্ন দেশের নৈতিক অবক্ষয়কে প্রতিফলিত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলের এহেন সিদ্ধান্তকে আমরা নিন্দা জানাই। একইসাথে এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কারণ, যুদ্ধের অস্ত্র হিসেবে ‘অনাহার নীতি’ আন্তর্জাতিক নিয়মে নিষিদ্ধ।

সূত্র : আল জাজিরা

 


আরো সংবাদ



premium cement