গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুলাই ২০২৪, ১৮:২৭
চলমান গাজা যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৭৫ জন আহত হয়েছে। সোমবার (৮ জুলাই) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরাইলি বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ১৯৩ জনের দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১৫ হাজার ৯৮৩টি শিশু ও ১০ হাজার ৬৩৭ জন নারী রয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, এই অভিযানে গাজাজুড়ে অন্তত ৭৫ ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের নিয়ে আহতের সংখ্যা ৮৭ হাজার ৯০৩ জনে উপনীত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা