১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হামাসের হামলায় হতাহত ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিমতীরে জেনিন ক্যাম্পে ইসরাইলি অভিযানের পর নিহত ফিলিস্তিনিদের জানাজায় অংশ নিচ্ছেন - ছবি : রয়টার্স

হামাসের হামলায় রাফার তাল আস-সুলতান এলাকায় ইসরাইলি বাহিনী হতাহত হয়েছে। শুক্রবার (৫ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা কাসসাম আল ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা তাল আস-সুলতান এলাকায় ইসরাইলি ঘাঁটিতে হামলা চালায়। এতে অনেক সেনা আহত এবং অনেকে নিহত হয়।

এই অভিযানে যোদ্ধারা অনেকগুলো গ্রেনেড, স্নাইপিং অপারেশন এবং মেশিনগান ব্যবহার করে বলেও জানায় আল কাসসাম ব্রিগেড।

এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেড জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরে তাদের তিন যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ফুয়াদ ইয়াদ আজিজ আহকার (২৫), আহমেদ বাসেম আমৌরি (২০), কুসাই আমজাদ হাজুজ হুওয়াইতি (২৩)।

এক বিবৃতিতে দলটি জানিয়েছে, তাদের যোদ্ধাদের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে হত্যা করা হয়েছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী বলেছিল যে তারা জেনিনে অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। ইসরাইলি সেনাবাহিনী শহর এবং এর শরণার্থী শিবিরে নিয়মিত অভিযান চালায়। প্রায়ই সামরিক যান এবং বুলডোজার ব্যবহার করে অবকাঠামোর ক্ষতি করে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল