গাজার ৫০ স্থাপনায় ইসরাইলের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০২৪, ১৯:৪৬
গাজার ৫০টি স্থাপনায় বোমা হামলা করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (৫ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়ে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি ওই বিমান হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন এবং খান ইউনিসে আরো দু’জন নিহত হয়।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী গাজা উপত্যকাজুড়ে অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। এর মধ্যে বুবিতে আটকে থাকা ভবন, সশস্ত্র সেল এবং রকেট উৎক্ষেপণ সাইট রয়েছে।
সেনাবাহিনী আরো জানিয়েছে, তাদের ১৬২তম ডিভিশন কমান্ড বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। তারা রাফায় আটকে পড়া বেশ কয়েকটি ভবন ধ্বংস করেছে। এছাড়া ৯৯তম ডিভিশন কেন্দ্রীয় গাজা উপত্যকায় অনেক যোদ্ধাকে হত্যা করেছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা