১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল

বিধ্বস্ত গাজা - ছবি : ইউএনবি

গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি প্রতিনিধিদল পাঠানোর অনুমোদন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৪ জুলাই) ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিনহুয়াকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীরা ইসরাইলের কাছে যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া জানানোর একদিন পর আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত জানাল ইসরাইল।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিক আলোচনার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দিয়েছেন।’

তবে নিজেদের স্বার্থ পূরণ হওয়ার পরই কেবল যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইল অগ্রসর হওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার ইসরাইলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সরকারি কর্মকর্তারা এবার একটি ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। হামাসের সর্বশেষ প্রতিক্রিয়াকে ‘এখন পর্যন্ত সেরা’ হিসেবে বর্ণনা করেছেন তারা।

এর আগে, বুধবার হামাস জানায়, প্রস্তাবিত চুক্তির বিষয়ে তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছে।

বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে আমরা মধ্যস্থতাকারীদের সঙ্গে কিছু ধারণা বিনিময় করেছি।’

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত ১ হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। সে সময় ২৫০ ইসরাইলিকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত

সকল