কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ৪৫০ অভিবাসী গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুলাই ২০২৪, ১৬:৩৯
কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ৪৫০ অভিবাসী গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুলাই) কাতারভিত্তিক নিউজ ওয়েব সাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সময়সীমা শেষ হওয়ার পরপরই সোমবার ভোরে কুয়েতের ছয়টি গভর্নরেটে চালানো অভিযানে দেশটির আবাসিক নিয়ম লঙ্ঘনকারী প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, ক্র্যাকডাউনের পরে অবৈধ বাসিন্দাদের লক্ষ্য করে আরো বড় আকারের নিরাপত্তা অভিযান চালানো হবে। এতে যারা কর্তৃপক্ষের দেয়া সাধারণ ক্ষমা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হবে।
রেসিডেন্সি লঙ্ঘনকারীদের চার দিনের মধ্যে কুয়েত থেকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সাথে সমন্বয় করে পাঠিয়ে দেয়া হবে। এর আগে যাদের পাসপোর্ট নেই তাদের ভ্রমণ নথি ইস্যু করা হবে। তাদের আজীবনের জন্য কুয়েতে পুনঃপ্রবেশ এবং পাঁচ বছরের জন্য অন্যান্য জিসিসি দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা