০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫
`

গাজার ‘সেফ জোনে’ ইসরাইলি হামলা, নিহত ১২

- ছবি : এএফপি

গাজার ‘সেফ জোনে’ ইসরাইলি বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে এপির সূত্রে বলা হয়েছে, ইসরাইলি বিমান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের নয়জন সদস্য রয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, গত কয়েকদিন আগে পূর্ব খান ইউনিস ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিত সেদ জোনের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে বিমান হামলা চালিয়ে ওই ১২ জনকে হত্যা করা হয়।

জাতিসঙ্ঘের অনুমান অনুযায়ী, ওই আদেশের পর অন্তত আড়াই লাখ মানুষ শহরটি ত্যাগ করছে। এতে ওই অঞ্চলের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ দশমিক ৯ মিলিয়নে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর তেল আবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ৩৭ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো ৮৭ হাজার ৬০ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement