১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজার ধ্বংসস্তুপ থেকেই ইসরাইলে সবচেয়ে বড় হামলা

- ছবি : টাইমস অফ ইসরাইল

ইসরাইলে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। সোমবার (১ জুলাই) ইসরাইলের সীমান্ত এলাকায় ওই হামলা চালায় দলটি।

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরাইলি সীমান্তে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। এ হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এটি ছিল গত ৭ মাসে তাদের সবচেয়ে বড় আঘাত।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মতে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। অথচ কয়েক দিন আগেই সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরাইলি বাহিনী।

তারা আরো জানিয়েছে, আইরন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেটকে গুলি করে ভূপাতিত করেছে। অন্যগুলো দক্ষিণ ইসরাইলে আঘাত হেনেছে। সৈন্যরা আর্টিলারি দিয়ে লঞ্চ সাইটগুলোতে গোলাবর্ষণ করছিল।

তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement