০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫
`

কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে ইসরাইল

- ছবি : এএফপি

কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর দিন-রাত নির্যাতন চালাচ্ছে ইসরাইল। সোমবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইসরাইলের কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া গাজার আল শিফা হাসপাতালের পরিচালক এমন মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আবু সালমিয়া জানান, অনেক বন্দীকে জিজ্ঞাসাবাদের ঘরে হত্যা করা হয়েছিল। আমরা ইসরাইলি বাহিনীর হাতে আটক হাজার হাজার বন্দীকে রেখে এসেছি।

তিনি আরো বলেন, ইসরাইলি ডাক্তার এবং নার্সরা ফিলিস্তিনি বন্দীদের মারধর ও নির্যাতন করে। তারা বন্দীদের লাশের সাথে এমন আচরণ করে, যেন তারা জড় বস্তু।

আল শিফা হাসপাতালের পরিচালক বলেন, ইসরাইলি বাহিনীর হাতে বন্দী প্রতিটি বন্দীর প্রায় ৩০ কেজি (৬৬ পাউন্ড) ওজন কমে গেছে।

তিনি আরো বলেন, তিনবার বিচার করেও দখলদাররা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। মানে রাজনৈতিক কারণে তারা আমাকে গ্রেফতার করেছে।

আবু সালমিয়া বলেন, আমাদের উপর প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল। ইসরাইলি বাহিনী বন্দীদের কক্ষে হামলা চালায় এবং প্রায় প্রতিদিনই তাদের উপর হামলা চালায়।

তিনি বলেন, আমরা আইনজীবীদের সাথে দেখা করিনি। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সাথে দেখা করেনি।
দুই মাস ধরে বন্দীদের কেউই দিনে এক রুটির বেশি খায়নি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement