গাজার এ ধ্বংসাবস্থাও গাজাবাসীর অগ্রযাত্রার অংশ : সিনিয়র হামাস নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২৪, ২২:৩৫
হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ মাশাল বৈরুত এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজা ধ্বংস হয়েছে ঠিক। কিন্তু গাজার এ ধ্বংসাবস্থাও গাজাবাসীর অগ্রযাত্রার অংশ।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ৭ অক্টোবরের পর একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন বাস্তবতায় উত্তরণের জন্য প্রয়োজন জাতীয় ঐকমত।
হামাসের সাবেক রাজনৈতিক প্রধান স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ৭ অক্টোবরের হামলার পর গাজা ভূখণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা স্বীকার করি। গাজা এখন ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকেই এ কথার সত্যতা নিশ্চিত করবে। তবে এটাও সত্য যে এসব কিছুই মুক্তির দিকে আমাদের জনগণের অগ্রযাত্রারই অংশ।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা