৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ জিলহজ ১৪৪৫
`

যুদ্ধোত্তর গাজার নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে প্রস্তুত মিসর ও আমিরাত

- ছবি : টাইমস অব ইসরাইল

যুদ্ধোত্তর গাজার নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে প্রস্তুত মিসর ও আমিরাত। মঙ্গলবার (২৫ জুন) সংশ্লিষ্ট তিন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে এই তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ পরবর্তী গাজায় একটি নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তার মিত্রদের অংশগ্রহণ চাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় প্রস্তাব দিলে অংশ নিতে রাজি হয়েছে মিসর ও সংযুক্ত আরব আমিরাত।

সূত্রটি আরো জানিয়েছে, সূত্রত্রয় বলেছে যে দুই সপ্তাহ আগে কাতার, মিসর, ইসরাইল এবং জর্ডান সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইস্যুতে অগ্রগতি করেছে। স্থানীয় ফিলিস্তিনি অফিসারদের পাশাপাশি কাজ করবে এমন একটি বাহিনী তৈরির জন্য কায়রো এবং আবুধাবির সমর্থন পেয়েছে।

ওই কর্মকর্তারা আরো বলেছেন, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই তাদের সম্পৃক্ততার জন্য কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে একটি দাবি রয়েছে যে উদ্যোগটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement