গাজায় ইসরাইলি হামলায় হানিয়ার বোন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২৪, ১৩:৩৯
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। গাজা সিটির শাতি ক্যাম্পে ওই হামলাটি চালানো হয়েছিল। হানিয়ার কোন বোন এতে নিহত হয়েছেন, তা পরিষ্কার নয়।
ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে হিব্রু মিডিয়া দাবি করেছে যে ওই হামলায় আরো ১৩ জন নিহত হয়েছেন।
গত এপ্রিলে ইসরাইলি হামলায় হানিয়ার তিন ছেলে নিহত হয়েছিল। একই হামলায় তার আরো চার নাতি নিহত হয়েছিল। এদের মধ্যে তিনজন মেয়ে একজন একজন ছেলে শিশু।
ওই সময় কাতারভিত্তিক হামাসের রাজনৈতিক নেতা হানিয়া বলেছিলেন, 'আল্লাহর কাছে শুকরিয়া, তাদেরকে শহিদি সম্মান দেয়ার জন্য।'
চলতি বছরের প্রথম দিকে ইসরাইলি পুলিশ হানিয়ার আরেক বোনকে গ্রেফতার করে। তিনি ইসরাইলি নাগরিক হিসেবে তেল শেভায় বসবাস করছিলেন। হানিয়ার তিন বোন দক্ষিণাঞ্চলীয় ওই ইসরাইলি শহরে ব বসবাস করেন, তারা আরব ইসরাইলিদের বিয়ে করেছেন। তাদের দুজন এখন বিধবা। তারা এখন ইসরাইলের রোষের শিকার হচ্ছেন। ২০১৩ সাথে অবৈধভাবে গাজা সফর করার জন্য ২০১৫ সালে তাদেরকে আট মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়। ওই বছরের শেষ দিকে গাজায় ছেলের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে তার বোনদের অনুমতি দেয়ার জন্য ইসরাইলের কাছে হানিয়া অনুরোধ করেছিলেন। তবে তা প্রত্যাখ্যাত হয়।
সূত্র : টাইমস অব ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা