১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ লেবাননে বেসামরিক প্রতিরক্ষা দলকে হামলা করল ইসরাইল

- ছবি : মস্কো টাইমস

ইসরাইল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে। সোমবার (২৪ জুন) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের তাইবা গ্রামে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে আঘাত করেছে। ওই সময় দলটি গ্রামে আগুন নিভানোর কাজ করছিল। এ ঘটনায় হতাহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করার আগেই বুকে ছুরি দিয়ে আহত করা হয়েছিল।

সূত্রটি আরো জানিয়েছে, হামাসের অভূতপূর্ব হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে।

এদিকে, বিশেষ বিবেচনায় গাজার কেরেম শালোম ক্রসিং ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। সোমবার (২৪ জুন) ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো এই অনুমতি দিয়েছে তারা। তবে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং উগ্রবাদীদের পলায়ন রোধ করতে সিভিল প্রশাসনের কর্মীদের সাথে নিরাপত্তা পরীক্ষা এবং সমন্বয়ের পরে ক্রসিং ব্যবহারের অনুমতি দেয়া হবে।

দক্ষিণ কমান্ডের সূত্রগুলো নিশ্চিত করে বলেছে, এটি একটি প্রাথমিক পদক্ষেপ। এতে ফিলিস্তিনি রোগীদের মিসরের সাথে সমন্বয় করে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেয়া হয়েছে।

এছাড়াও, মানবিক প্রয়োজনে বিশেষ পারমিটধারীরা চলে যেতে সক্ষম হবে। প্রায় দুই মাস আগে ডিভিশন ১৬২ রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি দিকটি দখল করে নেয়। পরে তারা স্থানান্তরের মাধ্যমে পণ্য ও নাগরিকদের প্রবেশ ও প্রস্থান বাধা দেয়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন!

সকল