০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আংশিক চুক্তির আশায় মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু : হামাস

বিধ্বস্ত গাজা - ছবি : এপি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আংশিক চুক্তির আশায় মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান, সাময়িকভাবে যুদ্ধ বন্ধ থাকার পর পুনরায় তা শুরু করবেন।

সোমবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নেতানিয়াহু বাইডেন প্রশাসনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে আগ্রহী হননি। তিনি চান, ওই প্রস্তাবের আংশিক বাস্তবায়ন শেষে আবার যুদ্ধ শুরু করবেন। সেজন্য আমরা জোর দিয়েছি, কোনো চুক্তিতে যেতে হলে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত করতে হবে।

এদিকে, গাজার অন্তত ২১ হাজার শিশুর সন্ধান নেই বলে বিবৃতি দিয়েছে সেভ দ্য চিলড্রেন। সোমবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেভ দ্য চিলড্রেন এক নতুন বিবৃতিতে বলেছে, হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনি শিশু ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। কেউ ইসরাইলি বাহিনীর হাতে আটক। আবার কোনো কোনো শিশু অচিহ্নিত কবরে সমাহিত বা পরিবার থেকে হারিয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ এই সাহায্য সংস্থাটি জানিয়েছে, গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে। এছাড়া আনুমানিক ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ রয়েছে। গণকবরেও রয়েছে তাদের অস্তিত্ব। তবে সংখ্যাটি অজানা।

সংস্থাটি আরো জানিয়েছে, ‘অন্যদের জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। এর মধ্যে একটি অজানা সংখ্যক আটক করা হয়েছে। কাউকে জোরপূর্বক গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ব্যবহার ও নির্যাতনের প্রতিবেদনের মধ্যে তাদের পরিবারের কাছে তাদের অবস্থান অজানা।’

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল