০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আর মানসিক শক্তি ধরে রাখতে পারছে না ইসরাইলি বাহিনী

- ছবি : মিডল ইস্ট মনিটর

আর মানসিক শক্তি ধরে রাখতে পারছে না ইসরাইলি বাহিনী। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮ হাজার ৬৬৩ সেনাকে মানসিক ও শারীরিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (১৮ জুন) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি নেসেট (সংসদ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় রাজ্য নিরীক্ষা কমিটির কাছে তথ্য জমা দিয়েছে। তাতে বলা হয়েছে যে সবচেয়ে সাধারণ আঘাতগুলোর ৪২ শতাংশ অঙ্গে হয়েছে। মানসিক ও পরবর্তীতে আঘাতজনিত প্রতিক্রিয়া রয়েছে ২১ শতাংশ। এছাড়া অভ্যন্তরীণ আঘাত ৯ শতাংশ, মেরুদণ্ডের আঘাত ৭ শতাংশ, কান ৮ শতাংশ এবং চোখ ২ শতাংশ। বাকি আঘাতের শতাংশ স্পষ্ট করে বলা হয়নি।

নেসেট আরো জানিয়েছে, ‘আহতদের ৩৫ শতাংশ, যাদের পুনর্বাসন ওয়ার্ডে চিকিৎসা করা হচ্ছে, তারা মানসিক ক্ষতির শিকার।’

কমিটির চেয়ারম্যান এমকে মিকি লেভি বলেছেন, ‘যে দেশ তার সৈন্যদের যুদ্ধে পাঠায় তাদের অবশ্যই জানতে হবে যে কিভাবে তারা ফিরে আসার সময় তাদের যত্ন নেবে এবং অস্ত্র রাখার সাথে সাথে তাদের পরিত্যাগ করবে না।’

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement