ঈদের দিনেও রাফায় ইসরাইলের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২৪, ১৮:৪৭
ঈদের দিনেও রাফায় হামলা করেছে ইসরাইল। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার (১৬ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল রাফার তাল সুলতান এলাকায় হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় আরো কয়েকজন আহত হয়। তাদেরকে অ্যাম্বুলেন্সে নেয়ার সময় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আল জাজিরার হানি মাহমুদের মতে, পশ্চিম রাফার তাল আস-সুলতান এখনো যুদ্ধের কারণে বাস্তুচ্যুত শতাধিক ফিলিস্তিনি পরিবারকে হোস্ট করে।
ইসরাইলের সর্বশেষ তরঙ্গের হামলায় আশেপাশের এলাকাটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক বাড়িঘর এবং নাগরিক সুবিধা ব্যাহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা