ফিলিস্তিন : ঈদের আনন্দ নেই, প্রত্যেক বাড়িতেই আছে শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২৪, ১৭:৩৪
বিশ্বজুড়ে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। কিন্তু এটি আনন্দ নয়, ফিলিস্তিনিদের জন্য হয়ে ওঠেছে কষ্টের কারণ হয়ে। ইসরাইলি আগ্রাসনের কারণে তাদের ঘরে ঘরে বইছে শোক।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরাইল। শান্তিতে নেই অপর অংশ পশ্চিমতীরও। ফিলিস্তিনের লোকজন আগে সীমাবদ্ধতার মাঝেও ব্যাপকভাবে উৎসব করে ঈদ উদযাপন করে থাকলেও এবার তাদের মাঝে নেই কোনো আনন্দ। ইসরাইলি আক্রমণ, অভিযান আর অর্থনৈতিক দুরবস্থা তাদেরকে মারাত্মক অসহায় করে তুলেছে।
ঈদুল আজহার প্রাক্কালেও অধিকৃত পশ্চিমতীরের ৮০ হাজারের মতো ফিলিস্তিনির কাজের অনুমোদন (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে। অথচ সংঘাত শুরুর আগেও ১ লাখ ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলে কাজ করতেন। এর মাধ্যমে তাদের অর্থনীতির বিরাট অংশ আসতো।
কোরবানির এ ঈদের আগে পশুর বাজারে নেই তেমন চাহিদা। কারণ বাসিন্দারা রয়েছেন শোকের মাঝে।
নাদির আবু আরব নামে এক ব্যক্তি বলেন, ‘আমাদের আনন্দ করার মতো অবস্থা নেই। প্রত্যেক বাড়িতেই শোক বইছে। প্রতিদিন কয়েক ডজন মানুষ নিহত হচ্ছে। ১৯৪৮ সালের নাকবার (আরব-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনিদের উদ্বাস্তু হওয়া শুরু) চেয়ে আমাদের বর্তমান অবস্থা বেশি খারাপ।’
রামাল্লাহর একটি কাপড়ের দোকানের মালিক ওসামা আব্বুদ জানান, গতবছরের তুলনায় তার দোকানে বিক্রি কমেছে ৭০ শতাংশের বেশি। দামে ছাড় দিয়েও ক্রেতা পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, ‘যুদ্ধাবস্থার মধ্যে এটা দ্বিতীয় ঈদ। আমাদের আনন্দের অবস্থা নেই। খুব কম মানুষই ঈদের জন্য কেনাকাটা করছে। জামাকাপড় কিনছে। যুদ্ধ, ধ্বংসযজ্ঞ, শোক ও অর্থনৈতিক অবস্থার ক্রমাবনতির কারণে এমন অবস্থা।’
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা