১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ত্রাণ পাঠাতে বাধা প্রদানকারী ইসরায়েলি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

- ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর শুক্রবার ইসরাইলের একটি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা গাজার অসামরিক নাগরিকদের জন্য পাঠানো প্রাণরক্ষাকারী মানবিক ত্রাণকে বার বার আটকে দিয়েছে। জাভ নাইন গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলো রুদ্ধ করে গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে।

পররাষ্ট্র দফতরের মতে গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাকগুলোর ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্যগুলো রাস্তায় ফেলে দিয়েছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘দূর্ভিক্ষের ঝুঁকি এড়াতে এবং গাজার মানবিক সঙ্কট পরিহার করতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই নিষেধাজ্ঞা আরোপের আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে ওই সব উগ্রবাদী ইসরাইলি বসতিকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেয়া হয়েছে যারা পশ্চিম তীরে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ‘হুমকি’ স্বরূপ।

মিলার বলেন, ১৩ মে জাভ নাইন গোষ্ঠীর সদস্যরা গাজাগামী দু’টি ট্রাক পশ্চিম তীরে লুট করে এবং পুড়িয়ে ফেলে।

মিলার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজায় মানবিক সাহায্য প্রেরণে বাধা দিবে এবং ইসরাইলি সরকারকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘আমরা প্রয়োজনীয় মানবিক সহায়তাকে লক্ষ্য করে অন্তর্ঘাত ও সহিংসতাকে মেনে নেবো না।’

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement