১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেবাননে ইসরাইলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান

লেবাননে ইসরাইলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান - ছবি : সংগৃহীত

ইসরাইলকে লেবাননে তার লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান উল্লেখ করে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, হিজবুল্লাহ ইসরাইলি দখলদার শাসনের যেকোনো ভুলের জবাব দেবে।

শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাঘেরি কানি রাশিয়ার আরটি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাত্কারে এই বিবৃতি দিয়েছেন। এ সময় তিনি অক্টোবর থেকে তেল আবিব সরকার ও হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ গুলি বিনিময়ের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘ইহুদিবাদীরা’ লেবাননের জনগণ ও প্রতিরোধের কাছ থেকে ঐতিহাসিক পরাজয় বরণ করেছে।

তিনি আরো বলেন, ‘যদি গত আট মাসে ইসরাইল গাজার নিপীড়িত ও নিরস্ত্র জনগণকে প্রতিহত করতে সফল হতো, তাহলে তারা লেবাননে যুদ্ধ ও সংঘাতের প্রসার ঘটিয়ে সাফল্য অর্জনের আশা করতে পারত।’

এদিকে গত মঙ্গলবার, দক্ষিণ লেবাননের জোয়াইয়া গ্রামে ইসরাইলি হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা এবং তালেব আবদুল্লাহ নামে পরিচিত একজন সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন। যিনি আবু তালেব নামেও পরিচিত।

আবু তালেব ছিলেন হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার যিনি আট মাসের যুদ্ধে নিহত হয়েছেন।

এর জবাবে হিজবুল্লাহ ইসরাইলে ১৫০টি রকেট নিক্ষেপ করেছে বলে ইসরাইলের আর্মি রেডিও জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement